মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে এক কালীন ৩৬শত টাকা গ্রহণ করে নম্বর প্লেট প্রদানের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে জেলা সকল অটো চালক ও মালিক ঐক্য পরিষদ।
রবিবার (০৬ এপ্রিল) দুপুরে শহরের রেল গেইট সড়ক পরিবহন মালিক সমিতির সামনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা অটো চালক ও মালিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল গফুর। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুস সালাম, জেলা হকার্স শ্রমিকদলের সভাপতি আব্দুস সাত্তার বিশ^াস, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, অটো চালক ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাইনুদ্দিন প্রমুখ। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম।
লিখিত বক্তব্যে বলেন, প্রতিদিন ১০ টাকা হারে বাৎসরিক ৩৬শত টাকা নিয়ে অটোর নম্বর প্লেট প্রদান করতে হবে। স্বেরাচার শেখ হাসিনার আমলে অটো চালকদের জিম্মি করে প্রতিদিন ৪০ টাকা হারে আদায় করা হয়েছে। কেউ না দিলে তাদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে। আমরা রাজবাড়ী পৌর সভার প্রশাসকের নিকট দাবী জানচ্ছি দ্রুত দাবী মেনে নিবেন। নইলে আগামী ৯ এপ্রিল অটো চালক ও মালিক ঐক্য পরিষদের সমাবেশ করবো। অচল করে দেওয়া হবে শহর। আমরা চাই প্রশাসন আগেই আমাদের দাবী মেনে নেয়।