আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে এবং আন্তর্জাতিক কর্মসূচি ‘দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’-র প্রতি সংহতি প্রকাশ করে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, “আমরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, গাজার অবরুদ্ধ ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ৭ এপ্রিলের বৈশ্বিক ধর্মঘটে অংশ নিচ্ছি। এই কর্মসূচির অংশ হিসেবে আমরা সোমবার ক্লাস, ল্যাব ও অন্যান্য শিক্ষাকার্যক্রমে অংশগ্রহণ করব না।”
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা আর নীরব থাকতে পারি না। যখন একটি জাতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে, তাদের খাদ্য ও ওষুধ থেকে বঞ্চিত করা হচ্ছে এবং অস্তিত্ব নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে, তখন আমাদের পক্ষে নিরব থাকা অনৈতিক। কেবল সোশ্যাল মিডিয়ায় নয়, বাস্তবেও আমাদের অবস্থান স্পষ্ট করবো।”
শিক্ষার্থীরা তাদের বিবৃতিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও আহ্বান জানিয়েছেন এই শান্তিপূর্ণ প্রতিরোধে যুক্ত হতে।
বিবৃতির শেষ অংশে শিক্ষার্থীরা বলেন, “গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”