দৈনিক আমার বাংলাদেশ প্রতিনিধিঃ
গাজা, ৬ এপ্রিল ২০২৫ (রবিবার): ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারাও। নিরীহ মানুষদের উপর এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা তাদের ক্ষোভ ও সমবেদনা প্রকাশ করেছেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে ফিলিস্তিনের পতাকা জুড়ে দিয়ে লেখেন, “হে আল্লাহ, নির্যাতিত সবাইকে সাহায্য করুন। হে আল্লাহ তাদের রক্ষাকারী হন, সাহায্যকারী হন, সমর্থক হন এবং শক্তি বাড়িয়ে দেন।”
এর একদিন আগেই গাজার ধ্বংসযজ্ঞের ছবি পোস্ট করে জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার নাহিদ রানা লেখেন, “এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।”
এছাড়াও, জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ গাজায় চলমান হামলার ছবি পোস্ট করে আল্লাহর কাছে দোয়া চেয়ে লেখেন, “হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে ‘কারীম’, হে ‘রাহমানুর রাহীম’, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে তাদের রক্ষা করুন, তাদেরকে বিজয়ী করুন, আমিন। এটা সহ্য করা যাচ্ছে না, হে রব। আপনি এক ও অদ্বিতীয়, দয়া করে আপনি তাদের রক্ষা করুন হে আল্লাহ!”
গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিনই বেড়ে চলছে হতাহতের সংখ্যা। ধ্বংস হয়ে যাচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের জীবনযাপন। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন প্রান্তের মতো বাংলাদেশের মানুষ ও ক্রীড়াব্যক্তিত্বরাও জানাচ্ছেন প্রতিবাদ ও সংহতি।
বিশ্বজুড়ে এই সহিংসতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতেই ক্রীড়াবিদদের এই অবস্থান বলে মনে করছেন বিশ্লেষকরা। মানবতার পক্ষে তারকাদের এমন উচ্চকণ্ঠ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে।