৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বুনিয়াদি শিক্ষার ক্ষেত্রে আমাদের আরো দায়িত্বশীল হওয়া প্রয়োজন: মাওলানা শরীফ উদ্দিন

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি:
মক্তব শিক্ষা হচ্ছে বাংলাদেশী মুসলমানদের বুনিয়াদি শিক্ষা। এই শিক্ষাই আমাদের ধর্ম কর্ম ও জীবন চলার পথেয়। তাই মক্তব শিক্ষার ক্ষেত্রে গ্রাম ও শহর সকল জায়গায় আমাদের আরো বেশি গুরুত্ব প্রদান করতে হবে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মাওলানা বশির উদ্দিন রহ. সমাজকল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় নাদিয়াতুল কুরআন শিক্ষা বোর্ড ফতেপুর ইউনিয়নের ৯ম পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (৭মার্চ) বিকাল ৩টায় ফতেপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আখলাক হুসাইন ও সহ সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান আলোচকের আলোচনা উপস্থাপন করেন জুলাই বিপ্লবের অগ্রসৈনিক সাবেক ছাত্রনেতা হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী এলএলবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শহরের সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা নূরুল ইসলাম, বিশিষ্ট আলেমের দ্বীন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা জাকারিয়া মাসুক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল মুসব্বির।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ সভাপতি হাফিজ হাসান আহমদ চৌধুরী, যুব সংগঠক কেএম মনসুর আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা সমির উদ্দিন, শাহজালাল একাডেমির পরিচালক মাওলানা নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা বুরহান উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মাওলানা মমতাজ উদ্দিন, সহ সভাপতি মাওলানা সালমান বিন বশির, মাওলানা সিফতুর রহমান রাজু, সহ সাধারণ সম্পাদক মাওলানা এমাদ শিকদার, বায়তুলমাল সম্পাদক মাওলানা কেএম লোকমান আহমদ, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ মাওলানা সাজিদুর রহমান শামীম, মাওলানা বশির উদ্দিন রহ সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য আলী আহমদ প্রমুখ।

দুটি অধিবেশনে চলা এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন কারী মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইটে

মুন্সিগঞ্জে সহকারী শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডের দাবিতে স্মারকলিপি প্রদান

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ: ৩০ বছর ধরে থাকা সহকারি উপজেলা শিক্ষা অফিসারের পদটি ১০ ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে স্মারক লিপি ও সমাবেশ

বিভাগ সংস্কার নিয়ে মুখোমুখি অবস্থানে ইবির আল-ফিকহ্ বিভাগের দুই পক্ষ

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ সংস্কারের নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে বিভাগের দু-পক্ষের শিক্ষার্থীরা।একটি পক্ষ বিভাগের নাম

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে ফের মানববন্ধন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় অতিরিক্ত ও বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা পরীক্ষা ফি ৪

Scroll to Top