মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান নির্মম গণহত্যা, অব্যাহত হামলা, আগ্রাসনের প্রতিবাদে ও গাজাবাসীর ডাকা হলতালের সমর্থনে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সর্বস্তরের মানুষজন।
সোমবার (৭ এপ্রিল) বিকেল চারটা থেকে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে হাজার-হাজার তাওহীদি জনতার একটি বিশাল বিক্ষোভ মিছিল বেড় হয়ে “বয়কট ইসরায়েল” স্লোগানে মুখরিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্ত্বরে সমাবেশে মিলিত হন।
এসময় সেখানে উপস্থিত বক্তারা বলেন, নারী, শিশু, ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও হার মানিয়েছে। অথচ বিশ্বে যারা মানবতার কথা বলে, তারা আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা? কোথায় গেল নৈতিকতা? ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে শিশু, নারী ও সাধারণ মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ তা দেখে ক্ষুব্ধ এবং ব্যথিত। এসময় সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়লের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানান তারা।সমাবেশে তারা বলেন, ইসরায়েলের অব্যাহত গণহত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে সকলকে ইসরায়েলের সকল প্রকার পণ্য বয়কটের আহ্বান জানান।