ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আগামী বৃহঃস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দূতাবাসের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে এই পদযাত্রা করবেন তারা।
মঙ্গলবার (০৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিস কক্ষে (শহিদ সাজিদ ভবনের নিচতলায়) শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেন।
সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “ইসলামের প্রতি ভালোবাসা থেকেই আমাদের এই উদ্যোগ। ফিলিস্তিনের প্রতি ন্যায় বিচার ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আমাদের এই আয়োজন। বিশ্ববাসীকে আমরা আমাদের পক্ষ থেকে বার্তা দিবো এবং শান্তিপূর্ণভাবে দূতাবাসে স্মারকলিপি দেবো।”
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন বলেন, “ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশ থেকে চোখের পানি ছাড়া আমরা আর কিছুই করতে পারছি না। কিন্তু মুসলিম হিসেবে মুসলিমদের পক্ষে আমরা দাঁড়াবো।”
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রইছ উদ্দিনের সঞ্চালনায় সভাটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, শাখা ছাত্র, শাখা ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।