মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রঙ্গন থেকে এই অনুষ্ঠানের সূচনা হয়।
বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা ও জেলা রোভারের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত রেলি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী জেলা রোভারের সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা স্কাউটের সম্পাদক ও অংকুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলম, জেলা রোভারের সহকারী কমিশনার শামিমা আক্তার মিনু, স্কাউটস লিডার নুরুন্নাহার রুপা’সহ অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ।
এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, স্কাউটদের আত্মমর্যাদা সম্পন্ন সৎ, চরিত্রবান, কর্মোদ্যোগী সেবাপরায়ন, সর্বোপরী সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস কাজ করে থাকে। বাংলাদেশে আর্থসামাজিক অবস্থা ও মূল্যবোধ অবক্ষয়ের প্রেক্ষাপটে দেশ ও জাতি গঠনে স্কাউট আন্দোলনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিহার্য।