ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
নষ্ট চাকা নিয়েই নরসিংদী রুটে দীর্ঘদিন ধরে চলাচল করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘নোঙ্গর’ বাস। এতে মারাত্মকভাবে বাসে চলাচলকারী সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) তদন্ত করতে গিয়ে দেখা যায়, বাসটির একাধিক চাকা ক্ষতিগ্রস্ত। কোনো জায়গায় রাবার উঠে গেছে, কোথাও আবার চাকার ভেতরের তার বাহিরে বেরিয়ে এসেছে। এমন অবস্থাতেও প্রতিদিন বাসটি শিক্ষার্থীদের নিয়ে যাতায়াত করছে ‘নরসিংদী-জবি-নরসিংদী’ রুটে।
নোঙ্গর বাসে চলাচলকারী সাধারণ শিক্ষার্থীরা বলেন, “পরিবহন সেবার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি কারণে নোঙ্গর বাসের এই বেহাল দশা। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং সমস্যার কথা বারবার জানানো হয়েছে প্রশাসনকে। কিন্তু তারা এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা নোঙ্গর বাসের মেরামতের জোরালো দাবি জানাচ্ছি প্রশাসন বরাবর।”
জবির ফিন্যান্স বিভাগের এক শিক্ষার্থী বলেন,“দীর্ঘদিন ধরেই বাসের চাকা নষ্ট হয়ে আছে। বিষয়টি আমরা পরিবহন অফিস বরাবর অবগত করলে তারা একবার মিটিং করে, পরে বলেন গিয়াস মামাকে পাঠিয়ে দিতে। গিয়াস মামা বারবার যোগাযোগ করলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি তারা।”
বাসটির চালক গিয়াস উদ্দিন বলেন,“বাসের দুইটি চাকা পুরোপুরি ক্ষয়ে গেছে। এ অবস্থায় চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন ঝুঁকি নিয়ে বাস চালাচ্ছি।”