এম,এ,করিম ভুঁইয়া, পরশুরাম প্রতিনিধিঃ
ফেনীর পরশুরামে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় পরশুরামে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে দল মত নির্বিশেষে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ (এপ্রিল) সকালে পরশুরাম উপজেলা গেটে শতশত মুসলিম দল মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল করেন। উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিলের সঞ্চালনায়
এতে বক্তব্য প্রদান করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রিসিডিয়াম সদস্য মাওলানা শফিকুল ইসলাম শাহ আল কাদেরী, উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি মাওলানা সাইদুল ইসলাম মজুমদার, ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি বেলাল পাটোয়ারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মুফতি হুমায়ুন কবির নোমানী, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আইয়ুব, উপজেলা ওলামায়ে মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি্ আমিনুল ইসলাম আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন মজুমদার,শালধর সিরাজিয়া খানকা শরিফের পরিচালক সুফি কামাল উদ্দিন, পরশুরাম উপজেলা পরিষদ জামে মসজিদের প্রেশ ইমাম মাওলানা আবদুল মতিন, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ ইব্রাহিম মজুমদার, উপজেলা যুব জাকিরিন সংঘের সাধারণ সম্পাদক এখলাছ উদ্দিন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবুল খায়ের লিটন, জাতীয় নাগরিক পার্টির সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল কাদের মিনার, জেলা ছাত্রদলের সদস্য ইউসুফ সুফল, রাহবারের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন একের পর এক দিনে রাতে বোমা মেরে নিশংসভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। অবিলম্বে গাজায় ইজরাইলি বাহিনীর বর্বরতা ও গনহত্যা বন্ধ করতে হবে। ইজরাইলের সকল পণ্য বয়কট করা হবে। বিশ্বের সকল মুসলিম একহও লড়াই করো। তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন বলে শ্লোগান দেন। বক্তারা বলেন বাংলাদেশের সকল মুসলমানের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এতে অংশগ্রহণ করেন শিক্ষক, ইমাম, সাংবাদিক, শিক্ষার্থীসহ সর্বস্তরের তৌহিদী জনতা।
বিক্ষোভ মিছিলটি বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।