নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করতে হলে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করা জরুরি। এ লক্ষ্যে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরছেন এবং বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছেন।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যম আয়োজিত টকশোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “প্রফেসর ইউনূস বারবার বলেছেন—বাংলাদেশে চাকরির জোয়ার আনতে হলে এফডিআই চাই। সেই উদ্দেশ্যেই তিনি চীন, যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক, ডাবলিনসহ নানা স্থানে গিয়ে বিনিয়োগ আহ্বান করেন। তিনি চান বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করতে।”
প্রেস সচিব জানান, বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন বৈঠকে প্রফেসর ইউনূস বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরবেন এবং আঞ্চলিক বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্ব দেবেন।
তিনি আরও বলেন, “প্রফেসর ইউনূসের মতে, বিদেশি বিনিয়োগের ফলে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে এই চাকরি হতে হবে মানসম্মত। এক্ষেত্রে আমাদের অবকাঠামো, বন্দর ও লজিস্টিক সাপোর্ট আরও উন্নত করতে হবে।”
শফিকুল আলম বলেন, “বাংলাদেশের অগ্রগতির জন্য শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। সবাই মিলে একটি ইতিবাচক বার্তা বিশ্বকে দিতে পারলেই বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে উঠবে।”
তিনি বলেন, “আমরা এখন একটি স্থিতিশীল সময় পার করছি। ভবিষ্যতে আরও ভালো জায়গায় পৌঁছাতে চাই, যাতে বাংলাদেশের গল্প বিশ্বময় ছড়িয়ে পড়ে।”
প্রেস সচিব আরও জানান, “প্রফেসর ইউনূস চান বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরিত করতে। এতে দেশে ফ্যাক্টরি বাড়বে, আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানি হবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”