১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ময়লা সরাতে জবি প্রশাসনের অবহেলা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমে থাকা ময়লা সরাতে অবহেলা করছে প্রশাসন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসের মুক্ত মঞ্চের পেছনে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অভাবে পরিস্থিতি দিন দিন আরও নাজুক হয়ে উঠছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চের পেছনে এবং তৃতীয় গেটের ডান পাশে ফাঁকা জায়গায় ক্যাম্পাসের সব ময়লা-আবর্জনা জমিয়ে রাখা হয়েছে। কোনো নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকার কারণে ময়লা জমে বিশাল স্তূপে পরিণত হয়েছে, যেখান থেকে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে শিক্ষার্থীদের চলাফেরায় চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

আরো জানা গেছে, পূর্বে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাশে নির্ধারিত ডাম্পিং স্টেশনে ময়লা রাখা হতো এবং সেখান থেকে সিটি কর্পোরেশনের লোকজন নিয়মিতভাবে ময়লা সরিয়ে নিতো। তবে জুলাইয়ের অভ্যুত্থান পরবর্তী সময়ে আগের ঠিকাদাররা দায়িত্ব ছেড়ে চলে যায়। তখন থেকেই দ্বিতীয় গেটের পাশের ডাম্পিং স্টেশন তুলে দিয়ে মুক্ত মঞ্চের পেছনে ময়লা ফেলা শুরু হয়। সেখানে কোনো স্থায়ী ডাম্পিং ব্যবস্থাও রাখা হয়নি। বর্তমানে মুক্ত মঞ্চের পেছনের ময়লা সিটি কর্পোরেশন কর্তৃক নিয়মিতভাবে পরিষ্কার করা হচ্ছে না।

এদিকে জবি পুরো ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য মাত্র ৫ জন পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, যার মধ্যে ৩ জনের বয়স ৫০-এর উপরে। ফলে ক্যাম্পাসে নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের অভিযোগ, পরিচ্ছন্নতা রক্ষায় কার্যকর কোনো পরিকল্পনা গ্রহণ না করায় জায়গাটা দিন দিন আরও দুর্গন্ধময় হচ্ছে।

ময়লা নিষ্কাশনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা দপ্তরের এক কর্মকর্তা জানান, “আগের ঠিকাদাররা চলে যাওয়ার পর নতুন ঠিকাদারদের সাথে দীর্ঘদিন কোনো যোগাযোগ হয়নি। আমরা তাদেরকে একাধিকবার ফোন করে ডেকেছি। কিন্তু তারা সাড়া দেয়নি।”

জবির ইংরেজী বিভাগের এক শিক্ষার্থী বলেন, “ময়লার দুর্গন্ধের কারণে আশপাশ দিয়ে চলাফেরা করা যাচ্ছে না। এজন্য প্রশাসন ৩ নম্বর গেটও বন্ধ করে দিয়েছে। ফলে আমাদের অনেক ঘুরে ক্যাম্পাসে প্রবেশ করতে হয়।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, “আমাদের ক্যাম্পাস এমনিতেও ছোট, বসার তেমন জায়গা নেই। একমাত্র মুক্ত মঞ্চটায়ও দুর্গন্ধের কারণে বসা যায় না। প্রশাসন রোজার আগে জায়গাটা দেখে গেলেও এখনো কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেয়নি। সব কিছু আন্দোলনের মাধ্যমেই করতে হয়, তাহলে এটাকে বিশ্ববিদ্যালয় বলার থেকে প্রাথমিক বিদ্যালয় বলাই শ্রেয়।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অঞ্চলের থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঠিকাদার মো. রাসেল বলেন, “ঈদের আগে যে ছেলেটি কাজ করতো সে রমজান মাসের শেষের দিয়ে অসুস্থ হয়ে মারা যান। আমরা নতুন লোক নিয়োগ দিয়েছি, সে গিয়ে ময়লা নিয়ে আসবে।”

তিনি আরও বলেন, “আমরা ময়লার ডাম্প দিতে পারি না, আগে পারতাম। কারো যদি ময়লা বেশি হয় তাহলে তারা নিজেদের উদ্যোগে ডাম্প কিনে নিবে। গত ২ মাস আগে হওয়া এক মিটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বিষয়টি জানিয়ে দিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন এই ব্যাপারে বলেন, “আগে যারা দায়িত্বে ছিল, তারা গত বছর ৫ আগস্টের পর চলে গিয়েছে। এখন সিটি কর্পোরেশনের সাথে আমাদের কোনো চুক্তি নেই। আগে তাদের নিজস্ব ভ্যান ছিল, এখন সেটাও নেই। তাই পরিষ্কারের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। আমরা বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু: এক চিকিৎসককে ওএসডি

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আশিকের মৃত্যুর ঘটনায় পটুয়াখালী সদর হাসপাতালের এক চিকিৎসককে ওএসডি করা হয়েছে। ওএসডি হওয়া

অসাম্প্রদায়িক চেতনায় ও বর্ণাঢ্য আয়োজনে ইবিতে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ও অসাম্প্রদায়িক চেতনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বেলা

রমজানের ছুটি শেষে ইলমপিপাসুদের পদচারণায় মুখরিত দেশের বৃহৎ কওমি মাদরাসা হাটহাজারীর ক্যাম্পাস

আসগর সালেহী, হাটহাজারী প্রতিনিধিঃ পবিত্র রমজানের ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী কওমি মাদরাসা দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী। দীর্ঘ এক মাসের

বাঁধন জবি ইউনিটের পান্তা ইলিশে নববর্ষ উদযাপন ও ব্লাড ক্যাম্পেইনিং

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রক্তদাতা সংগঠন বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্লাড ক্যাম্পেইনিং ও পান্তা-ইলিশ উৎসব। সোমবার (১৪ এপ্রিল)

Scroll to Top