নিজস্ব প্রতিবেদক:
ইয়েমেনের বন্দরনগরী হোদেইদার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ। নিহতদের মধ্যে চারজন শিশু ও দুইজন নারী রয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হোদেইদার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এই হামলা চালানো হয়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই হামলার পেছনে লোহিত সাগরে চলমান উত্তেজনাকে দায়ী করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরাইলি অভিযানের পর থেকে হামাসের প্রতি সংহতি জানিয়ে হুথি যোদ্ধারা ইসরাইল ও তাদের মিত্র দেশগুলোর জাহাজগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
এর জবাবে গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে ফের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। আর তিন দিন পর ১৮ মার্চ থেকে গাজায় আবারও সামরিক অভিযান শুরু করে ইসরাইল। পরিস্থিতি জটিল আকার ধারণ করছে।
এদিকে হুথি বাহিনীও চুপ করে বসে নেই। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং ইসরাইলের তেল আবিবে একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এছাড়া লোহিত সাগরে টহলরত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পাল্টাপাল্টি এসব হামলার ফলে ইয়েমেন ও লোহিত সাগর ঘিরে নতুন করে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক নিরাপত্তা ও বাণিজ্যেও।