নিজস্ব প্রতিবেদক:
ভারত ২০২০ সালের ২৯ জুন স্বাক্ষরিত ট্রান্সশিপমেন্ট–সংক্রান্ত আদেশ বাতিল করেছে। এতে করে নতুন করে আলোচনায় এসেছে ভারতকে দেওয়া ট্রানজিট সুবিধা বন্ধ করার সম্ভাবনা। এ নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে পড়েন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ট্রানজিট সুবিধার আওতায় বাংলাদেশে ভারত তার উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে সহজে পণ্য পরিবহন করে থাকে। অপরদিকে বাংলাদেশও ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য রপ্তানি করে। ভারতের হঠাৎ এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি একইভাবে ট্রানজিট সুবিধা বাতিল করতে পারে?
সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “এটা আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে সক্ষমতা বৃদ্ধি।” তিনি জানান, ভারতের এ সিদ্ধান্তে বাংলাদেশ বড় ধরনের সমস্যায় পড়বে না।
ভারতকে কোনো চিঠি দেওয়া হবে কিনা—জানতে চাইলে তিনি বলেন, “এই মুহূর্তে চিঠি দেওয়ার বিষয়টি বিবেচনা করছি না।”
তিনি আরও বলেন, “ভারত হঠাৎ করেই ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। তবে এতে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। আমরা নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটানোর চেষ্টা করব এবং বাণিজ্যিক সক্ষমতা বাড়ানো হবে।”
বাণিজ্য উপদেষ্টা জানান, আগের দিন বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে, যেখানে কিছু ক্রেতাও উপস্থিত ছিলেন। নিজস্ব সক্ষমতার মাধ্যমে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, “কিছু অবকাঠামোগত দিক এবং কিছু খরচ বৃদ্ধির বিষয় রয়েছে, যা নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, এই সংকট কাটিয়ে উঠতে পারব।”