মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ
খোকসা, কুষ্টিয়া বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) বেলা ১:০০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন।
সভায় ইউএনও প্রদীপ্ত রায় দীপন বাংলা নববর্ষের গুরুত্ব তুলে ধরে বলেন, “বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এটি আমাদের চেতনার প্রতীক। তাই এ উৎসবকে সফলভাবে উদযাপন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” তিনি নববর্ষের আয়োজনে স্বচ্ছতা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সার্বিক প্রস্তুতির কথা উল্লেখ করেন।
সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান
সভায় স্থানীয় সাংবাদিকদের বাংলা নববর্ষের আয়োজনের প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়। ইউএনও বলেন, সাংবাদিকরা ক্যামেরার পেছনে নয়, বরং সামনের সারিতে থেকে এ আয়োজনকে সফল করতে ভূমিকা রাখবেন সেটাই প্রত্যাশা।
বর্ণাঢ্য আয়োজনে ছোট পরিসরে পহেলা বৈশাখ উদযাপন মতবিনিময় করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে, পান্তা উৎসব: বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ, ভর্তা ও অন্যান্য সুস্বাদু বাঙালি খাবার পরিবেশন। বৈশাখী মেলা, দেশীয় পণ্যের সমাহারে গ্রামীণ ঐতিহ্যের প্রাণবন্ত মেলা আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, নাটক ও কবিতা আবৃত্তি পরিবেশনা। যেমন খুশি তেমন সাজো, শিশু-কিশোরদের জন্য ঐতিহ্যবাহী পোশাকে বিশেষ সাজ প্রতিযোগিতা।
এই আয়োজনকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।