মোঃ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধিঃ
গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের এই নির্যাতন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করছে। বিশ্বের বিবেক আজ গাজায় নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। তারা অবিলম্বে হামলা বন্ধ করে গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং গাজা ও ফিলিস্তিনের স্বাধীনতা কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।