নিউজ ডেস্কঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক ব্যবহার করে ইলিশ মাছ বিক্রির নামে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে মাগুরা জেলার মোঃ নাহিদ হোসেন নামক একজন যুবকের বিরুদ্ধে। অনুসন্ধান করে জানা যায়, ভুয়া অনলাইন পেইজ তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ-সরল ভোক্তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন মোঃ নাহিদ হোসেন, পিতা: মোঃ ওবায়দুল বিশ্বাস, মাতা: মোসাঃ হোসনেয়ারা বেগম, এনআইডি নং: 3458439634।
তিনি “চাঁদপুর ইলিশ বাজার”, “প্রবাসী অনলাইন ইলিশের বাজার” এবং “পদ্মা নদীর ইলিশ বাজার” নামে একাধিক ফেসবুক পেইজ পরিচালনা করে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে থাকেন। এসব পেইজে সুস্বাদু পদ্মার ইলিশের ছবি, ভিডিও ও আকর্ষণীয় অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা হয়। দৈনিক আমার বাংলাদেশের অনুসন্ধানী টিম সম্প্রতি এসব প্রতারণার বিষয়ে অনুসন্ধান করে অভিযোগের ভিত্তিতে সত্যতা পেয়েছে।
সম্প্রতি গাজীপুরের নিগার সুলতানা লাবণী নামের এক ভুক্তভোগী “চাঁদপুর ইলিশ বাজার” পেইজ থেকে ৫০১৯ টাকার ইলিশ অর্ডার দেন। ক্যাশ অন ডেলিভারির শর্ত থাকলেও তাকে অগ্রিম ৬০০ টাকা বিকাশ নম্বর 01336-930740 এ পাঠাতে বলা হয়। পরবর্তীতে ডেলিভারি ম্যানের সহযোগিতায় (মোবাইল নম্বর: 01331770489) বাকী টাকা বিকাশের মাধ্যমে অগ্রীম নিয়ে মাছ না পাঠিয়েই মোবাইল ফোন বন্ধ করে দেন প্রতারক।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিগার সুলতানা লাবণী’র স্বামী ইঞ্জি. হাসান মাহমুদ সুমন নিজে উপস্থিত হয়ে গাজীপুরের বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগের বিষয় বস্তুতে প্রতারকের জাতীয় পরিচয়পত্র, বিকাশ নম্বর, ট্রেড লাইসেন্স, পেইজের স্ক্রিনশট এবং ডেলেভারী ম্যানের যাবতীয় তথ্য সংযুক্ত করা হয়েছে।
অনুসন্ধান করে জানা গেছে, প্রতারক মোঃ নাহিদ হোসেন একই সাথে একাধিক পেইজ খুলে বিভিন্ন নামে মাছ বিক্রির নামে প্রতারণা করছেন। অনেক ভুক্তভোগী ইতোমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সতর্কবার্তা:
সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে – অনলাইনে অগ্রিম অর্থ পরিশোধ করে পণ্য কেনার আগে বিস্তারিত যাচাই-বাছাই করুন। অনির্ভরযোগ্য পেইজ বা ব্যক্তির সাথে লেনদেন থেকে বিরত থাকুন।