মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে গাড়ি চাপায় অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী যুবক(৩৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার( ১০ এপ্রিল) ভোর রাতের দিকে যে কোনো এক সময় বরিশাল – পটুয়াখালি আঞ্চলিক সড়কের উপজেলার ভরতকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে এলাকাবাসী ওই সড়কে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর রাতে যেকোনো এক সময় গাড়ি চাপায় মানসিক প্রতিবন্ধী ওই অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। এখনও (বৃহস্পতিবার দুপুর ২টা)তার কোনো পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে ওই যুবক হিন্দু সম্প্রদায়ের লোক হবেন।