১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নতুন রাজনৈতিক দল ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল—‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এই প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা হিসেবে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আলী আহসান জুনায়েদ দলের নাম ও লক্ষ্য ঘোষণা করেন। তিনি লেখেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’। জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”

নতুন দলের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, পিলখানা, শাপলা চত্বর এবং জুলাই গণহত্যার মতো ঘটনার বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের অর্থনৈতিক পুনর্বাসন—এই তিনটি বিষয় আপাতত দলটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারিত।

দলটির দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে জুনায়েদ উল্লেখ করেন—বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে নৈতিক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সমাজ গঠন।

তিনি বলেন, “রাজনীতিতে পেশিশক্তি, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের যে চক্র দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটি আমরা দীর্ঘ মেয়াদে সম্পূর্ণভাবে নির্মূল করতে চাই। এই প্ল্যাটফর্মের অঙ্গীকার থাকবে—ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী রাজনৈতিক অবস্থান নেওয়া।”

জুনায়েদ আরও জানান, প্ল্যাটফর্মটির পক্ষ থেকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা এবং বৈষম্যহীন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা থাকবে। তিনি বলেন, “অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে শামিল হই।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জামায়াতের সম্মেলনে অংশ নিয়ে বিতর্কে আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে উপস্থিত হয়ে আলোচনার জন্ম দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল

এনসিপির সাধারণ সভা: বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন তীব্র করার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয়

সংস্কার ও বিচার ছাড়া জাতীয় নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: পর্যাপ্ত রাজনৈতিক সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হলে জাতীয় নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় চ্যালেঞ্জ আরাকান আর্মি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে

Scroll to Top