মোঃসাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
মুরাদনগর বাজারে তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে জনসাধারণের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় অদ্য ১০ এপ্রিল ২০২৫ তারিখে মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে বাজারের ৩টি ফল বিক্রেতা প্রতিষ্ঠান মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাদের বিরুদ্ধে ৩টি পৃথক মামলায় মোট ৬,০০০/- (ছয় হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়।
এছাড়া, রাস্তা দখল করে অবৈধভাবে ফল রাখার দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।