২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাল্টে ফেলা হচ্ছে পুলিশের লোগো

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ সবচেয়ে আস্থাহীনতায় ভুগছে পুলিশ বাহিনী। পুলিশের প্রতি আস্থা ফেরাতে নানা পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আলোচনা চলছে পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে। এরই মধ্যে নতুন পোশাকের ট্র‍্যায়াল হয়েছে। এবার পুলিশের লোগো পরিবর্তন হতে যাচ্ছে। আর সেই লোগো থেকে বাদ পড়তে যাচ্ছে নৌকা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, শিগগির মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। পাটপাতার ওপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে— ‘পুলিশ’।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এটি ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

চিঠিতে আরও বলা হয়, প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

শিগগিরই পুরো পুলিশ বাহিনী একযোগে এ নতুন লোগো ব্যবহার শুরু করবে বলেও জানানো হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভোলায় পাঁচদফা দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ, গণসমাবেশ

মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধিঃ ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ স্থাপন ও স্বৈরশাসক আমলে জেলার গ্যাস বিক্রিতে ইন্ট্রাকো কোম্পানির সাথে করা

৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক

গুরুদাসপুর পর্যটন এলাকা চলনবিলের একমাত্র রাস্তার বেহাল দশা, সংস্কারের জোর দাবি এলাকাবাসীর

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধি নাটোর গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই গ্রামের প্রায় ১-২ কিলোমিটার দীর্ঘ একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থায় এলাকাবাসী ও পর্যটকরা চরম

দীঘিনালায় চেতনা নাশক স্প্রে ছিটিয়ে চুরি

মোঃ হাচান আল মামুন দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালায় রাতের অন্ধকারে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে পুরো পরিবারকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের

Scroll to Top