মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধিঃ
গুরুদাসপুর উপজেলার পিপলা কারিগড়পাড়া গতকাল (১০ এপ্রিল) বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৫ ঘটিকায় মৃত আফসার মোল্লার ছেলে জাহিদুল ইসলাম এর বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের থেকে জানা যায়, বিদ্যুৎ এর শট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এসময় ঘরের আসবাসপত্র, মোবাইল ও নগদ টাকা সহ প্রায় এক লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আজ (১১ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় পোড়া বাড়ি পরিদর্শন করেন ৩ নং খুবজিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, মোঃ মনিরুল ইসলাম দোলন। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি গভীর সমবেদনা জানান এবং সেই সঙ্গে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অসহায় পরিবারের জন্য সহযোগিতা কামনা করেন ও খুবজিপুর ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, খুবজিপুর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড মেম্বর মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, জাহিদুল ইসলাম এর ঘর ও আসবাসপত্র পুড়ে যাওয়ায় তার প্রায় এক লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোঃ সিকান্দার আলী বলেন, গুরুদাসপুর উপজেলা প্রশাসন যদি সহযোগীতা করেন তাহলে জাহিদুল তার পরিবার নিয়ে আশ্রয়স্থল খুজে পাবে।
জাহিদুল ইসলাম বলেন, আমি একজন কৃষক, ঘর পুড়ে যাওয়ায় মাথা গোজার ঠাইটুকুও নেই, আমি এখন নিশ্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা না পেলে পরিবার নিয়ে রাস্তায় দিন কাটাতে হবে।