২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গুরুদাসপুরের পিপলায় কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধিঃ

গুরুদাসপুর উপজেলার পিপলা কারিগড়পাড়া গতকাল (১০ এপ্রিল) বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৫ ঘটিকায় মৃত আফসার মোল্লার ছেলে জাহিদুল ইসলাম এর বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের থেকে জানা যায়, বিদ্যুৎ এর শট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এসময় ঘরের আসবাসপত্র, মোবাইল ও নগদ টাকা সহ প্রায় এক লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আজ (১১ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় পোড়া বাড়ি পরিদর্শন করেন ৩ নং খুবজিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, মোঃ মনিরুল ইসলাম দোলন। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি গভীর সমবেদনা জানান এবং সেই সঙ্গে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অসহায় পরিবারের জন্য সহযোগিতা কামনা করেন ও খুবজিপুর ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, খুবজিপুর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ড মেম্বর মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, জাহিদুল ইসলাম এর ঘর ও আসবাসপত্র পুড়ে যাওয়ায় তার প্রায় এক লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী মোঃ সিকান্দার আলী বলেন, গুরুদাসপুর উপজেলা প্রশাসন যদি সহযোগীতা করেন তাহলে জাহিদুল তার পরিবার নিয়ে আশ্রয়স্থল খুজে পাবে।

জাহিদুল ইসলাম বলেন, আমি একজন কৃষক, ঘর পুড়ে যাওয়ায় মাথা গোজার ঠাইটুকুও নেই, আমি এখন নিশ্ব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা না পেলে পরিবার নিয়ে রাস্তায় দিন কাটাতে হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গুরুদাসপুর পর্যটন এলাকা চলনবিলের একমাত্র রাস্তার বেহাল দশা, সংস্কারের জোর দাবি এলাকাবাসীর

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধি নাটোর গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই গ্রামের প্রায় ১-২ কিলোমিটার দীর্ঘ একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থায় এলাকাবাসী ও পর্যটকরা চরম

দীঘিনালায় চেতনা নাশক স্প্রে ছিটিয়ে চুরি

মোঃ হাচান আল মামুন দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালায় রাতের অন্ধকারে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে পুরো পরিবারকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের

দুমকী উপজেলায়, এক বৃদ্ধ মহিলাকে হত্যার অভিযোগ

জাকির হোসেন হাওলাদার, দুমকি প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, এক বৃদ্ধ মহিলাকে হত্যার অভিযোগ, হত্যাকারি মির মনির আটক করেছে জনতা।এলাকাবাসী ও পুলিশ জানায়, ১৯

জৈন্তাপুরে র‍্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ১

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ সিপিএসসি, সিলেট এর অভিযানে ৩৯৪ বোতল বিদেশি মদ সহ একজনকে গ্রেফতার  করা হয়েছে। 

Scroll to Top