নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ আমেরিকায় ফুটবল যেন কেবল খেলা নয়, বরং আবেগ, উন্মাদনা ও জীবনের অংশ। তবে সেই আবেগ কখনো কখনো ভয়াবহ রূপও নিতে পারে। তেমনই একটি ঘটনা ঘটেছে লাতিন অঞ্চলের চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কোপা লিবার্তোদোরেসে। চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে পুলিশ ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। প্রাণঘাতী এই ঘটনায় বাতিল করে দেওয়া হয়েছে ম্যাচটি।
ঘটনার সূত্রপাত কোলো-কোলো ও ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজার মধ্যকার ম্যাচকে ঘিরে। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে প্রবেশের সময় একটি অংশের দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ও ধুন্ধুমার সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ উচ্চ-চাপের পানি নিক্ষেপ করে, কিন্তু তাতেও উত্তেজনা প্রশমিত হয়নি।
চিলির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংঘর্ষের একপর্যায়ে সীমানা ঘেরা লোহার ফেন্স ভেঙে পড়ে দর্শকদের ওপর। এতে শ্বাসরুদ্ধ হয়ে দুইজন নিহত হন বলে ধারণা করা হচ্ছে।
ম্যাচটি শুরু হলেও ৭২ মিনিটে আরও এক দফা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কয়েকজন দর্শক মাঠে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আত্মরক্ষার্থে ফোর্তালেজার খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। পরে কনমেবল ম্যাচটি বাতিল ঘোষণা করে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে লাতিন আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “মনুমেন্তাল স্টেডিয়ামে দুই সমর্থকের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তাদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি।”
এমন ঘটনায় ফুটবলপ্রেমীরা শোকাহত। মাঠের উত্তাপ গ্যালারিতে সীমিত না রেখে সহিংসতায় রূপ নেওয়ায় উদ্বেগও বাড়ছে ফুটবল নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে।