১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক কর্মসূচিতে লাখো জনতার ঢল নেমেছে। শনিবার দুপুর তিনটার পর থেকে শুরু হওয়া এই গণজমায়েতে স্লোগানে প্রকম্পিত হয়েছে পুরো এলাকা। ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজধানী।

আয়োজনে অংশগ্রহণকারীদের হাতে দেখা গেছে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড—যার মধ্যে ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’—এমন লেখা ছিল উল্লেখযোগ্য। উপস্থিত সবাই ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান জানান।

এই কর্মসূচির আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। আয়োজকরা জানান, গাজায় চলমান বর্বরোচিত ইসরাইলি হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই এই ব্যতিক্রমধর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে।

সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। শাহবাগ, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, বাংলামোটরসহ নানা এলাকা থেকে পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও হেঁটে তরুণদের জড়ো হতে দেখা যায়।

গণজমায়েতে বিএনপি, জামায়াতে ইসলামি, হেফাজতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ হেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দলের নেতারা সংহতি প্রকাশ করেন। অংশ নেন ইসলামি বক্তা, বিভিন্ন পেশার মানুষ ও মানবাধিকারকর্মীরা।

অংশগ্রহণকারীরা বলেন, ফিলিস্তিনে যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, তা সহ্যযোগ্য নয়। তারা জানান, এই কর্মসূচি শুধু ফিলিস্তিনের প্রতি সংহতি নয়, বরং মানবতার পক্ষে একটি শক্ত অবস্থান।

বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে চলবে এই গণসমাবেশ। আয়োজকরা জানান, শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চট্টগ্রামের মালিপাড়া বস্তিতে ভোররাতে আগুন, পুড়ে গেছে ২৫-৩০টি ঘর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সিআরবি এলাকার মালিপাড়া বস্তিতে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের

বাংলা নববর্ষে ঢাকায় ব্যতিক্রমধর্মী ড্রোন শো, ফিলিস্তিনের জন্য প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক: ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো। সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মানিক

নববর্ষে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ সুমন

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা  জানিয়েছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, তথ্য প্রযুক্তিবিদ, সহ-সভাপতি – গাজীপুর মহানগর প্রেসক্লাব, সাংগঠনিক সম্পাদক

মার্চ ফর গাজা ইতিহাসে লেখা থাকবে: ফিলিস্তিন রাষ্ট্রদূত

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ঢাকায় অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি

Scroll to Top