আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৫ বাকৃবিসহ দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে একত্রে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় অন্যান্য কেন্দ্রসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। শিক্ষার্থীরা দুপুর ২টা থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন এবং যথাযথ নিরাপত্তা তল্লাশির মাধ্যমে পরীক্ষাকক্ষে প্রবেশ করেন।
জানা গেছে, দেশের ৯টি মূল কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রসহ মোট ২২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা পরিচালিত হয়েছে। বাকৃবি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন ১২ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী।
পরীক্ষা পরিচালনা সম্পর্কে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভুঁইয়া জানান, “আমাদের কেন্দ্রে উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ ছিল। পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।”
ভবিষ্যতের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “পরবর্তী বছর হয়তো আমরা গুচ্ছ পদ্ধতির বাইরে থাকব। তবে যদি বাকৃবিকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমরা সেটি বিবেচনা করবো। এ বছর সরকার এবং সময়োপযোগী বাস্তবতার কারণেই আমরা এই পদ্ধতিতে অংশ নিয়েছি।”