মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধিঃ
দেবরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করার পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি সদর উপজেলার রমানাথপুর গ্রামে।
ভুক্তভোগী নারী কনা বেগম (৪৪) জানান, তার দেবর দীন মোহাম্মদ খান ওরফে রাজু (৩৫) দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বিদেশে থাকার সময়ও তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে অশালীন আচরণ করতেন। সর্বশেষ গত ৫ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজের বাড়ির সামনের কক্ষে তিনি রাজুর হাতে ধর্ষণচেষ্টার শিকার হন। মুখ চেপে ধরে জোরপূর্বক জড়িয়ে ধরেন রাজু, এমনকি কাপড় ছিঁড়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রাজু পালিয়ে যান। ঘটনার পর থানায় গেলে পুলিশ আদালতে অভিযোগ দিতে বলেন। পরদিন কনা বেগম ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেন সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলামকে।
মামলার এজাহারে বলা হয়, রাজু তার আপন দেবর এবং পিতা মঞ্জুর হোসেন খান রমানাথপুর গ্রামেরই বাসিন্দা। মামলায় স্থানীয় বেশ কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে আছেন নাছিমা বেগম, সিয়াম খান, মরিয়ম বেগম ও মো. শাহ আলম।
এসআই আসাদুল ইসলাম বলেন, “বাদী ও আসামি দু’পক্ষই আত্মীয়। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। আসামিকে আটকের চেষ্টা চলছে। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”