১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

আন্তঃকলেজ বিতর্কে বিভাগীয় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজ

মো. আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি:

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এ বিতর্ক শাখায় চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করেছে রাজশাহী কলেজ।

গতকাল শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বগুড়ার সরকারি আজিজুল হক কলেজকে পরাজিত করে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

রাজশাহী কলেজের বিতর্ক দলের সদস্য ছিলেন সুমাইয়া আনোয়ার পূর্ণা, শাহরিয়ার কবির শেখর ও নূর শামীম। ত্রিমাত্রিক যুক্তি ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে তারা বিচারকদের মুগ্ধ করেন।প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তার সম্মাননা লাভ করেন রাজশাহী কলেজের শিক্ষার্থী সুমাইয়া আনোয়ার পূর্ণা, যা কলেজের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।

প্রতিযোগী সুমাইয়া আনোয়ার পূর্ণা অনুভূতি ব্যক্ত করে বলেন, নিজের ক্লাব এবং নিজের কলেজের হয়ে সেরা হওয়ার ব্যাপারটা আমাকে বরাবরই আনন্দ দেয়। রাজশাহী কলেজ চ্যাম্পিয়ন এই কথাটা শোনার পর যে শিহরণ টা আসে তা আসলে ভাষায় প্রকাশের মতো না। আশা রাখি জাতীয় পর্যায়েও আমরা এই ধারা অব্যাহত রাখতে পারব তাই সকলের দোয়া চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। তিনি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু: এক চিকিৎসককে ওএসডি

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আশিকের মৃত্যুর ঘটনায় পটুয়াখালী সদর হাসপাতালের এক চিকিৎসককে ওএসডি করা হয়েছে। ওএসডি হওয়া

অসাম্প্রদায়িক চেতনায় ও বর্ণাঢ্য আয়োজনে ইবিতে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি: দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ও অসাম্প্রদায়িক চেতনায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বেলা

রমজানের ছুটি শেষে ইলমপিপাসুদের পদচারণায় মুখরিত দেশের বৃহৎ কওমি মাদরাসা হাটহাজারীর ক্যাম্পাস

আসগর সালেহী, হাটহাজারী প্রতিনিধিঃ পবিত্র রমজানের ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী কওমি মাদরাসা দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী। দীর্ঘ এক মাসের

বাঁধন জবি ইউনিটের পান্তা ইলিশে নববর্ষ উদযাপন ও ব্লাড ক্যাম্পেইনিং

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রক্তদাতা সংগঠন বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্লাড ক্যাম্পেইনিং ও পান্তা-ইলিশ উৎসব। সোমবার (১৪ এপ্রিল)

Scroll to Top