মোঃ আশরাফুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ
গতকাল শনিবার উত্তর বঙ্গের প্রবেশ দ্বার বগুড়ায় প্রতিষ্ঠিত বগুড়া ডায়াবেটিস এন্ড স্বাস্থ্যসেবা হাসপাতাল পরিদর্শন করেন ইসলামি রিপাবলিক অফ ইরানের মাননীয় রাষ্ট্রদূত H.E. MR. MANSOUR CHAVOSHI ও মাননীয় রাষ্ট্রদূতের সহধর্মিণী
ZAHRA CHAVOSHI এবং রাষ্ট্রদূতের সফর সঙ্গীরা। এর আগে মাননীয় রাষ্ট্রদূত ও টিমের সদস্যরা ভোর পৌনে ছয়টায় ঢাকা থেকে রওনা দিয়ে বগুড়া সার্কিট হাউসে পৌনে ১১ টায় পৌছেন। বেলা ১১ টায় বগুড়া মাননীয় রাষ্ট্রদূত ও টিমের সদস্যরা বগুড়া ডায়াবেটিস এন্ড স্বাস্থ্যসেবা হাসপাতাল পরিদর্শন করেন। বগুড়া ডায়াবেটিস এন্ড স্বাস্থ্যসেবা হাসপাতালে র সেমিনার কক্ষে মাননীয় রাষ্ট্রদূতের সঙ্গে বগুড়া ডায়াবেটিস এন্ড স্বাস্থ্যসেবা হাসপাতালে র পরিচালনা পরিষদের সদস্যরা ও সিনিয়র ডাক্তারদের নিয়ে স্বাস্থ্যসবা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল কতৃপক্ষ মাননীয় রাষ্ট্রদূত ও টিমের সদস্যদের ক্রেষ্ট প্রদান করেন। রাষ্ট্রদূতের টিমের অন্যান্য সদস্যরা হলে-MR. SAMSAL ISLAM বিশিষ্ট গবেষক ও রোগতত্ববিদ। MR. IQBAL-সভাপতি,এস এস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।গাজী সালাহউদ্দিন তানভীর-যুগ্ন সদস্য সচিব,এনসিপি। এসএম কবির উদ্দিন,BNSB Hospital, সিরাজগঞ্জ।
ARIFUR RAHMAN AKIB-ছাত্র প্রতিনিধি,স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। হাসপাতাল পরিদর্শনে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সিভিল সার্জন সহ ডায়াবেটিস হাসপাতালের নির্বাহী পরিচালক,সিনিয়র ডাক্তার বৃন্দ।