মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ
খোকসা পৌরসভার ৫ নং ওয়ার্ড পাঁচবিল্ডিং এলাকার রাস্তাটি দীর্ঘ ১৮-২০ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে বর্ষাকালে। রাস্তার অবস্থা এমন যে, জলাবদ্ধতা এবং ময়লা-আবর্জনার কারণে প্রতিদিনের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা অনেকদিন ধরে এই সমস্যার সমাধানের অপেক্ষায় আছি। আমাদের সন্তানদের স্কুল, বাজার, সবকিছুতেই এই রাস্তার অবস্থা আমাদের চিন্তিত করে।
পৌরসভা কর্তৃপক্ষের প্রতি তাদের আবেদন, “আমরা চাই, পৌরসভা আমাদের এই সমস্যার প্রতি নজর দেবে। বর্ষাকাল আসন্ন, তাই আমরা আশা করছি, আমাদের এই দুরবস্থার দ্রুত সমাধান হবে।
আমরা আশা করি, পৌরসভা কর্তৃপক্ষ এই প্রতিবেদনটি পড়ে আমাদের সমস্যার প্রতি গুরুত্ব দেবেন এবং দ্রুত পদক্ষেপ নিবেন।