সৈকত সরকার সৌরভ, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেলের সার্বিক দিকনির্দেশনার আলোকে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আজ ১৪ এপ্রিল ২০২৫ তারিখে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সকাল ৫টা ৪৫ মিনিটে ধোবাউড়া থানাধীন দুধনই বাজার মোড়ে চেকপোস্ট স্থাপন করা হলে একটি সাদা রঙের মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে কলসিন্দুর বাজারের দিকে চলে যায়।
চেকপোস্টে দায়িত্বে থাকা এসআই (নিঃ) ছলিমদ্দিন সরকারি পিকআপযোগে উক্ত মাইক্রোবাসের পেছনে ধাওয়া করেন। মাইক্রোবাসটি ধোবাউড়া থানাধীন দুধনই বাজার থেকে কলসিন্দুরগামী পথে সিরাজুল ইসলামের বাড়ির সামনে একটি সেতুর ওপর ফেলে চালক পালিয়ে যায়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মাইক্রোবাসটি তল্লাশি করে ৪৫ বোতল মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১,৩৫,০০০ (এক লক্ষ পঁইত্রিশ হাজার) টাকা। এ ছাড়া জব্দ করা মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ২০,০০,০০০ (২০ লাখ) টাকা।
ঘটনাটি সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।