নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের সালনায় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার ভোরে ঢাকা-উত্তরাঞ্চল রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, রোববার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল রেলপথে সালনা ব্রিজের কাছে চিলাহাটি এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে, বিকেলে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। রাতভর উদ্ধার ও মেরামতের কাজ চলে। শেষ পর্যন্ত রাত ৪টার দিকে উদ্ধার কাজ শেষ হলে, রাত ৪টা ২০ মিনিটে দ্রুতযান এক্সপ্রেস দুর্ঘটনাস্থল অতিক্রম করে ঢাকায় পৌঁছায়। এতে ১৩ ঘণ্টার অচলাবস্থা কাটে।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি গাজীপুরের সালনা ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে যমুনা সেতু হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার পর বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।