১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বর্ণিল আয়োজনে নববর্ষকে বরণ করেছে বাকৃবি

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে। বাংলা ভাষাভাষীদের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ বর্ণিলভাবে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২।

রোববার (১৪ এপ্রিল) সকালে পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কে.আর. মার্কেট থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ অংশ নেন। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া শোভাযাত্রাটি বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সকাল ৮টায় বৈশাখী চত্বরে নববর্ষ উদযাপনের উদ্বোধনী ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

উপাচার্য তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, “আবহমান বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। চৈত্র সংক্রান্তি শেষে এই বৈশাখেই নতুন ফসল কাটা এবং গ্রামবাংলায় ঐতিহ্যবাহী লাঠিখেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হতো, ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করতেন। এগুলো আজ বিলুপ্তির পথে। চৈত্রের খরতাপ শেষে বৈশাখ আসে শান্তির বার্তা নিয়ে। মুঘল সম্রাটদের সময়কাল থেকেই পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতার প্রচলন হয়। ১৪৩২ বঙ্গাব্দ সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করি।”

এছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ৮টায় শিশু কিশোর কাউন্সিল, মহিলা সংঘ, সংগীত সংঘ ও সাহিত্য সংঘের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার এবং জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এছাড়াও সকাল ১০টায় শিশু কিশোর কাউন্সিল কর্তৃক শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা এবং সাড়ে ১০টায় মহিলা সংঘের বালিশ খেলা অনুষ্ঠিত হয়।

এরপর বেলা ১২টায় বৈশাখী চত্বরে জাতীয় উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পহেলা বৈশাখ উদযাপনের এসব আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জবিতে সাইকেল চোর আটক; ৮ শিক্ষার্থীকে ক্ষতিপূরণ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাইকেল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এতে দায় স্বীকার করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান

এক পায়ে দাঁড় করিয়ে রাখা, ব্যাঙের মতো অঙ্গভঙ্গি সহ সিকৃবিতে গভীর রাতে র‍্যাগিং এর অভিযোগ

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ম্যানার শেখানোর নামে নতুন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে এগ্রিকালচার ১৬ তম ব্যাচের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে।

জবি প্রশাসনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়নি: মন্তব্য জবি শিক্ষার্থীর

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি সর্বদলীয় ছাত্রদলীয় মতবিনিময় সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের এখনও হানিমুন পিরিয়ড চলছে বলে মন্তব্য করেছেন জবির ইসলামের ইতিহাস ও

জবিতে ‘সংগীত ও নাট্যকলা’ বিভাগের ফি জমা দেয়ার তারিখ ঘোষণা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের ‌‌‘ফি’ জমা দেয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে একটি বিজ্ঞপ্তি

Scroll to Top