খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল প্রতিনিধিঃ
বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের উৎসব ১লা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানাহ আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়।
সকাল ১০ঃ৩০ টায় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানটি শুরু হয়।
শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জনাব মোঃ মোশারফ হোসাইন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হাসান, সরাইল উপজেলার সকল কর্মকর্তাগনসহ, সরাইল উপজেলা বিএনপির সভাপতি জনাব আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নূরুজ্জামান লস্কর তপু, ৭নং সরাইল ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল জব্বার, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, ত্রিশাল সংগীত নিকেতন এর অধ্যক্ষ বাবু সঞ্জীব কুমার দেবনাথ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিপন, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব কাজল মিয়া, সরাইল উপজেলা জাসাসের সদস্য সচিব সৈয়দ মিনহাজুল ইসলাম জাকিরসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ প্রমুখ।
শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সরাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল শহীদ মিনারে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে সরাইল ত্রিশাল সংগীত নিকেতন ও উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।