আ: রহিম কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩২ পালিত হয়েছে। কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বৈশাখী মেলা, র্যাফেল ড্র, সাংস্কৃতিক পর্যায়ে নাচ, গান, বাউল সংগীত ও জারি গানের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম বৈশাখী মেলার স্টল পরিদর্শন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।