মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে অত্যন্ত আনন্দঘন ও প্রাণবন্তভাবে। বর্ষবরণ উপলক্ষে সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়, যেখানে নানা রঙের পোশাক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে মুখর ছিল পুরো এলাকা। স্থানীয় সংস্কৃতি, নৃত্য ও সংগীত পরিবেশনায় অংশ নেয় নানা বয়সী মানুষ।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা হলুদ চত্তরে এসে সমবেত হয়।
এসময় বাংলা নববর্ষ অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ জাকারিয়া , উপজেলা শিক্ষা অফিসার সাইফ উদ্দিন বিপ্লব, তরুণ কান্তি চাকমা অধ্যক্ষ দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক, মাওলানা হেলাল উদ্দিন, সভাপতি জামায়ত ইসলাম দীঘিনালা উপজেলা, দীঘিনালা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবং অনুষ্ঠান দীঘিনালা উপজেলা প্রশাসন উদ্যোগে ১০০০ হাজার মানুষের পান্তা ইলিশ খাবার পরিবেশন করা হয়েছে।