মোহাম্মদ নয়ন তজুমদ্দিন, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করা হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বর্ষবরন শোভাযাত্রা বের হয়ে শশীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার সামনে এসে শেষ হয়।
এ উপলক্ষে “বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য” শীর্ষক চিত্রাঙ্কন, উপজেলা চত্বরে বৈশাখী মেলা ও বাঙালির ঐতিহ্য বিভিন্ন চিত্র তুলে ধরেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং উপজেলা অডিটোরিয়াম রুমে তজুমদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়