নিজস্ব প্রতিবেদক:
‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো।
সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই বৃহৎ ড্রোন শো অনুষ্ঠিত হয়। চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহায়তায় এই ব্যতিক্রমী আয়োজনটি বাস্তবায়ন করা হয়।
ড্রোন শো-তে ফুটে ওঠে সময়ের নানা প্রেক্ষাপট। ছাত্র-জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো ‘আবু সাঈদ’, ‘পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ’, ‘২৪-এর বীর’, ‘পায়রার খাঁচা ভাঙা থিম’ এবং ‘ফিলিস্তিনের জন্য প্রার্থনার’ চিত্র আকাশে ড্রোনের মাধ্যমে তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এই ড্রোন শো কেবল বিনোদনের উদ্দেশ্যে নয় বরং এটি একটি বার্তাবাহী আয়োজন। প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে মানবিক সংকট, গণআন্দোলন ও ভবিষ্যতের আশাবাদ।
ড্রোন শোর আগে বিকেল ৩টা থেকে শুরু হয় বৈশাখী কনসার্ট। এতে অংশ নেয় বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুল এবং গারো ও আরএনআর ব্যান্ড ‘এফ মাইনর’। পরিবেশিত হয় ‘এসো হে বৈশাখ’ সহ বিভিন্ন লোকগান ও আধুনিক সংগীত।
একক ও দ্বৈত সংগীত পরিবেশন করেন মিঠুন চক্র, ইসলামউদ্দিন, রাকিব, সাগর দেওয়ান, আতিয়া আনিশা ও আহমেদ হাসান সানি। পরিবেশনার শেষ অংশে মঞ্চ মাতান জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’।
বাংলা নববর্ষে এমন একটি সচেতন বার্তাবাহী আয়োজন ঢাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা কুড়িয়েছে।