নিজস্ব প্রতিবেদক:
ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের খালাপার এলাকায় এক মুসলিম নারীর হিজাব জোর করে খুলে ফেলা এবং তার সঙ্গে থাকা হিন্দু পুরুষ সঙ্গীকে লাঞ্ছিত করার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি প্রকাশ্যে ওই নারী ফারহিন ও তার সঙ্গী শচীনকে ঘিরে ধরেন। এরপর ফারহিনের হিজাব টেনে খুলে ফেলা হয় এবং উভয়কে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
জানা গেছে, ২০ বছর বয়সী ফারহিন খালাপারের বাসিন্দা ও উৎকর্ষ স্মল ফাইন্যান্স লিমিটেডের কর্মচারী। তিনি ঋণের কিস্তি তুলতে শচীনের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে দরজি ওয়ালি গলিতে ৮-১০ জনের একটি দল তাদের উপর হামলা চালায়।
পথচারীদের একজন ঘটনার ভিডিও ধারণ করেন এবং তা ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভুক্তভোগী দুজনকে থানায় নিরাপদে নিয়ে যায়।
ফারহিনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
মুজাফফরনগর সিটি সার্কেল অফিসার রাজু কুমার সাও বলেন, “এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজ থেকে আরও অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।”
এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং নেটিজেনরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।