১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজায় একদিনে ইসরাইলি হামলায় নিহত ৩৯, মোট মৃতের সংখ্যা ৫১ হাজারের কাছাকাছি

নিজস্ব প্রতিবেদক:

ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের খালাপার এলাকায় এক মুসলিম নারীর হিজাব জোর করে খুলে ফেলা এবং তার সঙ্গে থাকা হিন্দু পুরুষ সঙ্গীকে লাঞ্ছিত করার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি প্রকাশ্যে ওই নারী ফারহিন ও তার সঙ্গী শচীনকে ঘিরে ধরেন। এরপর ফারহিনের হিজাব টেনে খুলে ফেলা হয় এবং উভয়কে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

জানা গেছে, ২০ বছর বয়সী ফারহিন খালাপারের বাসিন্দা ও উৎকর্ষ স্মল ফাইন্যান্স লিমিটেডের কর্মচারী। তিনি ঋণের কিস্তি তুলতে শচীনের সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে দরজি ওয়ালি গলিতে ৮-১০ জনের একটি দল তাদের উপর হামলা চালায়।

পথচারীদের একজন ঘটনার ভিডিও ধারণ করেন এবং তা ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভুক্তভোগী দুজনকে থানায় নিরাপদে নিয়ে যায়।

ফারহিনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

মুজাফফরনগর সিটি সার্কেল অফিসার রাজু কুমার সাও বলেন, “এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজ থেকে আরও অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।”

এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং নেটিজেনরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় চ্যালেঞ্জ আরাকান আর্মি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে জিএসপি পুনর্বহালের চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে মার্কিন বাজার থেকে আমদানি বাড়িয়ে ঘাটতি কমানোর

সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম: পেঁয়াজে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহ ব্যবধানে আরও চড়েছে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম। পহেলা বৈশাখের পর থেকে বেড়েছে পেঁয়াজের দামও। তবে কমেছে মুরগির দাম। শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর

ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান বাংলাদেশের

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ

Scroll to Top