নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আশা প্রকাশ করেছেন, দুই সপ্তাহের মধ্যেই বাজারে বোরো মৌসুমের চাল আসবে, যার প্রভাবে চালের দাম দ্রুত কমে আসবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “দুঃখজনকভাবে কিছুদিন ধরে চালের দাম বেড়েছে। তবে বোরো ধান উঠতে শুরু করেছে এবং দুই সপ্তাহের মধ্যে বাজারে নতুন চাল আসবে। বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট চাল মূলত বোরো মৌসুমেই আসে।”
শেখ বশিরউদ্দীন বলেন, “এ বছর আবহাওয়া, বিদ্যুৎ এবং সারের সরবরাহ পরিস্থিতি ভালো ছিল। আল্লাহর রহমতে এবার ধানে ভালো ফলন হবে বলে আশা করছি। এতে চালের বাজারেও স্থিতিশীলতা ফিরে আসবে।”
তিনি আরও বলেন, “কৃষিপণ্য সবসময়ই গতিশীল থাকে। আমরা প্রতিটি পণ্যের ওপর নিবিড় নজর রাখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছি।”
এ সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “ট্রাম্পের প্রতিনিধিদল বাংলাদেশে এলে দুই দেশের বাণিজ্য নিয়ে আলোচনা হবে—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গুরুত্ব পাবে।”