ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ফেব্রুয়ারি মাসের শুরু থেকে রহস্যময়ভাবে ফেসবুক আইডি হ্যাকিং এর শিকার হচ্ছে ক্রমাগত। গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই উৎপাত শুরু হয়।
জানা যায়, কোনো এক অজানা প্রোফাইল থেকে কিছু মেসেজ পাঠানো হচ্ছে শিক্ষার্থীদের কাছে। মেসেজগুলো এরকম: ” একটা ফটো কন্টেস্টে ভোট দেয়া যাবে?”, ” আর তিন মিনিট বাকি আছে কনটেস্ট শেষ হতে।”
এরপর একটা ফিশিং লিংক পাঠিয়ে বলা হয়, ” এই লিংকে ঢুকে আইডি আর ফেসবুক পাসওয়ার্ড দিয়ে লগইন করলে হয়ে যাবে।”
এরপর এই লিংকে শিক্ষার্থী প্রবেশ করে লগইন করামাত্রই ফেসবুক আইডি হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যায়।
শুধু তাই নয়, হ্যাকার এবার যাদের আইডি হ্যাক করেছে তাদের আইডি দিয়ে অন্যদের আইডি হ্যাক করার জন্য একই পদ্ধতিতে ফিশিং লিংক পাঠায়।
আরো জানা যায়, হ্যাকড আইডি দিয়ে হ্যাকার পরিচিতজনের ছদ্মবেশে আইডির ফ্রেন্ডলিস্টে থাকা সবার কাছে নিকট আত্মীয় অসুস্থ হবার কথা বলে বিকাশে টাকা চায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য তানভির আঞ্জুমের আইডিও হ্যাকড হয়ে যায় ফেব্রুয়ারি মাসে। তিনি তা আর উদ্ধার করতে পারেননি। তিনি এই ব্যাপারে বলেন, ” আইডি হ্যাকড হবার পরে হ্যাকার আমার আইডির পাসওয়ার্ড দ্রুত চেঞ্জ করে দেয় এবং হ্যাকারের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আমি এরপর পাসওয়ার্ড চেঞ্জের চেষ্টা করলে হ্যাকারের ইমেইলে মেইল চলে যায়। আমি আমার ঐ আইডি আর উদ্ধার করতে পারিনি। পরে বাধ্য হয়ে ওটা বন্ধ করে দিয়ে নতুন আইডি খুলে ফেলি।”