আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের গাড়িবহরে হামলার মামলায় ফটিকছড়ির দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম জেলা জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। জানে আলমের কারাগারে পাঠানোর খবরে দাঁতমারা বাজারে রাতে আনন্দ মিছিল বের করে এলাকাবাসী। তারা নানা স্লোগানে তার শাস্তির দাবি জানায়।
এলাকায় এক সময়ের ত্রাস হিসেবে পরিচিত জানে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা-মামলা, সরকারি গাছ কাটা এবং ভারতীয় পণ্যের চোরাকারবারিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
২০২৩ সালের অক্টোবরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হেয়াকো বাজারে আয়োজিত বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সরওয়ার আলমগীরের গাড়িবহরে হামলা হয়। এতে তিনি ও বেশ কয়েকজন আহত হন এবং গাড়িবহরে অগ্নিসংযোগ করা হয়। ঘটনার পর যুবদল কর্মী মোহাম্মদ ইয়াকুব বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট ইসমাঈল গণি জানান, মামলার ১১ জন আসামির মধ্যে ১০ জন জামিন পেলেও জানে আলমের আবেদন নামঞ্জুর হয়। অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।