১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সৃষ্টিকর্তা দাবিতে ধর্মকে কটাক্ষ ,তদন্ত কমিটি গঠন নজরুল বিশ্ববিদ্যালয়ে

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

নিজেকে সৃষ্টিকর্তা দাবি ও ধর্মকে ঘিরে নানা অপ্রীতিকর মন্তব্য,সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে।সত্যতা যাচাই করবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশে গঠনকৃত ৬ সদস্যের তদন্ত কিমিটি।

১৫ এপ্রিল (মঙ্গলবার) জারি করা এক অফিস আদেশে ছয় সদস্যের কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেন। সদস্যসচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে।

অন্যান্য সদস্যরা হলেন—বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক বাকীবিল্লাহ, সহকারী প্রক্টর আলিম মিয়া এবং তরিকুল ইসলাম জনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে বিভাগটির কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, দাবি করা হয় নিজেকে সৃষ্টিকর্তা (গড) বলে,ফিল্ম জোনকে মক্কা ‘শরীফ’ হিসেবে দাবি করা,ধর্মকে নিয়ে নানা অপ্রীতিকর মন্তব্য,সালমের বিপরীতে গালি দেওয়া,সামাজিক যোগাযোগ মাধ্যমে জেন্ডারের জায়গায় নিজেকে ‘গড’ উল্লেখ করা, সহপাঠীদের মাদক সেবনে প্ররোচিত করা সহ একাধিক অভিযোগ উত্থাপিত হয়। বিষয়টি সামনে আসার পর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ দেন প্রক্টর অফিসে। একইসাথে অভিযুক্তদের সামাজিকভাবে বয়কট করার ডাক দেন তারা।

এদিকে,অভিযোগের পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষার্থীরা কয়েক দফা বিক্ষোভ কর্মসূচিও পালন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করেছে বলে মনে করছে শিক্ষার্থীরা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জবিতে সাইকেল চোর আটক; ৮ শিক্ষার্থীকে ক্ষতিপূরণ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাইকেল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এতে দায় স্বীকার করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান

এক পায়ে দাঁড় করিয়ে রাখা, ব্যাঙের মতো অঙ্গভঙ্গি সহ সিকৃবিতে গভীর রাতে র‍্যাগিং এর অভিযোগ

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ম্যানার শেখানোর নামে নতুন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে এগ্রিকালচার ১৬ তম ব্যাচের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে।

জবি প্রশাসনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়নি: মন্তব্য জবি শিক্ষার্থীর

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি সর্বদলীয় ছাত্রদলীয় মতবিনিময় সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের এখনও হানিমুন পিরিয়ড চলছে বলে মন্তব্য করেছেন জবির ইসলামের ইতিহাস ও

জবিতে ‘সংগীত ও নাট্যকলা’ বিভাগের ফি জমা দেয়ার তারিখ ঘোষণা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের ‌‌‘ফি’ জমা দেয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে একটি বিজ্ঞপ্তি

Scroll to Top