১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাঁধন জবি ইউনিটের পান্তা ইলিশে নববর্ষ উদযাপন ও ব্লাড ক্যাম্পেইনিং

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধিঃ

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রক্তদাতা সংগঠন বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্লাড ক্যাম্পেইনিং ও পান্তা-ইলিশ উৎসব।

সোমবার (১৪ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন সম্পন্ন হয়। এই দিন আয়োজনের অংশ হিসেবে আরো ব্লাড গ্রুপিং ও ব্লাড ডোনেশন কর্মসূচিও চালায় সংগঠনটি।

এসময় বাঁধন জবি ইউনিটের উপদেষ্টাদের মধ‍্যে রবিউল ইসলাম ও মেহেদী হাসান, সাবেক সভাপতি(২০১৪) মামুন ভূঁইয়া এবং সাবেক কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীল জাহিদ ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বাঁধনের বর্তমান সাধারণ সম্পাদক মো. তাসনিমুল হাসান নিশাদ বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই নববর্ষ উপলক্ষে পান্তা-ইলিশের আয়োজন ছিল বাঁধনের ঐতিহ্য। তবে ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে তা বন্ধ হয়ে যায়। ২০১৯ সালের পর ছয় বছর এই আয়োজন স্থগিত ছিল। এবার আমরা দায়িত্বশীলরা সিদ্ধান্ত নিই পান্তা ইলিশের মাধ্যমে বাঙালি ঐতিহ্যটি আবারো ফিরিয়ে আনবো। একই সাথে আমরা ব্লাড গ্রুপিং ও ব্লাড ডোনেশন ক্যাম্পেইনিং করেছি।”

এই প্রসঙ্গে বাঁধনের সভাপতি উম্মে মাবুদা জানান, “সংগঠনের এলামনাই ও উপদেষ্টাদের সার্বিক সহযোগিতায় এবারের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ১৫০ জন কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আমাদের আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠেছে।”

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জবিতে সাইকেল চোর আটক; ৮ শিক্ষার্থীকে ক্ষতিপূরণ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাইকেল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এতে দায় স্বীকার করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান

এক পায়ে দাঁড় করিয়ে রাখা, ব্যাঙের মতো অঙ্গভঙ্গি সহ সিকৃবিতে গভীর রাতে র‍্যাগিং এর অভিযোগ

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ম্যানার শেখানোর নামে নতুন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে এগ্রিকালচার ১৬ তম ব্যাচের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে।

জবি প্রশাসনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়নি: মন্তব্য জবি শিক্ষার্থীর

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি সর্বদলীয় ছাত্রদলীয় মতবিনিময় সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের এখনও হানিমুন পিরিয়ড চলছে বলে মন্তব্য করেছেন জবির ইসলামের ইতিহাস ও

জবিতে ‘সংগীত ও নাট্যকলা’ বিভাগের ফি জমা দেয়ার তারিখ ঘোষণা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের ‌‌‘ফি’ জমা দেয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে একটি বিজ্ঞপ্তি

Scroll to Top