রেজুয়ান আহমেদ সৈকত, ময়মনসিংহ প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির শীর্ষ দুই নেতাসহ আটজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব, রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন-
(১)সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু।
(২)যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।
(৩)এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু সিকদার।
(৪)সাবেক সদস্য মো. নজরুল ইসলাম লেবু।
(৫)আতাউর রহমান আতা।
(৬)আনিছুর রহমান আনিছ।
(৭)এনায়েতপুর থানাধীন ১ নম্বর সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু। এবং
(৮)সাবেক সদস্য সচিব আবুল কালাম সিকদার।
প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভায় Tarique Rahman Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell আপনাদের সুদৃষ্টি কামনা করছি।