১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’ : আদালতে সাবেক মন্ত্রী শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক:

“মন খারাপ নেই, বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি”—এভাবেই নিজের অবস্থান ব্যাখ্যা করলেন সাবেক নৌপরিবহণ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে রিমান্ড ও জামিন শুনানির জন্য বিভিন্ন মামলায় হাজির করা হয় শাজাহান খানকে। তিনি শুনানির সময় কাঠগড়ার সামনেই দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনানিতে অংশ নেন এবং মাঝে মাঝে হাস্যোজ্জ্বল দেখা যায় তাকে।

শুনানির সময় তিনি আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন এবং অন্যান্য আসামিদের সঙ্গে কথাও বলেন। শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিন মামলায় নতুন করে তাকে গ্রেফতার দেখানো হয়।

আদালত থেকে তাকে যখন হাজতখানায় নেওয়া হচ্ছিল, তখন তার হাতে ছিল হাতকড়া, পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট। তবে তার মুখে ছিল হাসি।

সাংবাদিকরা কারাগারে কেমন নববর্ষ কেটেছে জানতে চাইলে শাজাহান খান হেসে বলেন, “আমাদের কথা আর কত শুনবে। তোমরা কিছু বলো। নববর্ষ যে হইছে, এটাই তো…”

তিনি আরও বলেন, “মন খারাপ নেই, বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি।”

উল্লেখ্য, গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেফতার হন শাজাহান খান। তিনি মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কওমি সনদ বাস্তবায়ন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, কওমি মাদ্রাসার সনদ বাস্তবায়নের বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নয়, এটি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে

১৫ বছর পর অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর আবারও অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশের মধ্যে বহুমুখী সহযোগিতা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় চ্যালেঞ্জ আরাকান আর্মি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে

পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার দাবি, ক্ষমা চাওয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের

  নিজস্ব প্রতিবেদক: এক প্রতিবেশীকে খুশি রাখতে আরেক প্রতিবেশী থেকে দূরে সরে যাওয়া কোনো স্বাধীন জাতির পররাষ্ট্রনীতি হতে পারে না— এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার

Scroll to Top