মোঃ নুর আলম পাপ্পু, খোকসা প্রতিনিধিঃ
অদ্য বুধবার ১৬ এপ্রিল ২০২৫, সকাল ৬টা ১৫ মিনিট কুষ্টিয়া-রাজবাড়ি হাইওয়ের পাইকপাড়া মির্জাপুর এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় মো. আব্দুর রহিমের মুদির দোকানের সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি বিলবোর্ডবাহী মিনিট্রাক (নং কুষ্টিয়া ড-১১-০১৮৮) উক্ত স্থানে পৌঁছালে কুমারখালি থেকে ছেড়ে আসা বালুভর্তি ড্রাম ট্রাক (নং ময়মনসিংহ-ট-১১-০৬৯৭)-এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ড্রাম ট্রাকটি রাস্তার উপর উল্টে পড়ে এবং ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মিনিট্রাকের চালক মো. জুয়েল ইসলাম (৩৫), পিতা-আদল শেখ, গ্রাম-বারখাদা শেখেরপাড়া, থানা-কুষ্টিয়া সদর, জেলা কুষ্টিয়া দুর্ঘটনার ফলে গাড়ির ভিতর আটকে পড়েন। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করেন।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদিপ্ত রায় দীপন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি হাইওয়ে পুলিশের একটি দল এসে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক রেকারের সাহায্যে রাস্তা থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের মতে, সড়কে দ্রুতগতির যানবাহন এবং সচেতনতার অভাবই এমন দুর্ঘটনার অন্যতম কারণ।