মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধি:
লালমোহন পৌরসভার আওতাভুক্ত সড়কে অবৈধ টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, সিএনজি এবং অন্যান্য তিন চাকা যানবাহনের চালক ও মালিকরা।
বুধবার সকালে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে অটোরিকশা চালক ও মালিক ইউনিয়নের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের রায় অনুসারে তিন চাকা বা ছোট যানবাহনের উপর টোল আদায় বেআইনি, তবুও লালমোহন পৌরসভা তাদের উপর জোরপূর্বক টোল আদায় করে আসছে — যা চালকদের ন্যায্য অধিকারকে লঙ্ঘন করছে।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন, যাতে এই অনৈতিক টোল আদায়ের বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপির প্রেক্ষিতে ইউএনও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রজ্ঞাপন জারি করে জানান, এই ধরনের অবৈধ টোল আদায় সম্পূর্ণ বেআইনি এবং কেউ এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।