১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত; দুই ছাত্রসংগঠেনের ৮ দফা দাবি

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের গাফিলতি ও ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ছাত্র সংগঠন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ (বৈছা) ও নবগঠিত ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ (বাগছাস)।

বৃহঃস্পতিবার (১৭ এপ্রিল) জবি ক্যাম্পাসের রফিক ভবনের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি পেশ করে ‘বৈছা’ এবং ‘বাগছাস’।

দাবিগুলো হলোঃ

১.ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্দনদাতাদেরকে বিচারের আওতায় আনা,

২.জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের একাডেমিক ফি মওকুফ,

৩.গত ১৫ বছরে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত এবং প্রতিবেদন প্রকাশ,

৪.দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন এবং অগ্রাধিকার প্রকাশ করা,

৫.২০ কার্যদিবসের মধ্যে সকল দুর্নীতির শ্বেতপত্র উপস্থাপন, শিক্ষার্থীদের আবাসন সংকট,

৬.আবাসন ভিত্তি প্রদান ও আনুপাতিক বাজেট বরাদ্দকরণ,

৭.সমাবর্তন আয়োজন,

৮.তিন কার্যদিবসের মধ্যে জকসুর নীতিমালা ও নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ।

সংবাদ সম্মেলনে জবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন নাওয়ার জয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ে চলমান বৈষম্য, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীরা।”

জবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, “আমাদের দাবি না মানা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যৌথভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দাবি আদায় করে নেবে।”

এসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা কিশোর সাম্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সিফাত হাসানসহ সংগঠন দুটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর পূর্বে দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসন ভাতার দাবিতে বেশ কয়েকটি আন্দোলন হলেও জবি প্রশাসন কার্যত কোন পদক্ষেপ নিতে পারেননি। আগষ্টের পরে দায়িত্ব নিলেও প্রশাসন জুলাই আগষ্টের চেতনাকে ধারণ করতে পারছে না। প্রতিষ্ঠার ১৯ বছরেও নানান সমস্যায় জর্জরিত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জবিতে সাইকেল চোর আটক; ৮ শিক্ষার্থীকে ক্ষতিপূরণ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাইকেল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এতে দায় স্বীকার করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান

এক পায়ে দাঁড় করিয়ে রাখা, ব্যাঙের মতো অঙ্গভঙ্গি সহ সিকৃবিতে গভীর রাতে র‍্যাগিং এর অভিযোগ

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ম্যানার শেখানোর নামে নতুন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে এগ্রিকালচার ১৬ তম ব্যাচের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে।

জবি প্রশাসনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়নি: মন্তব্য জবি শিক্ষার্থীর

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি সর্বদলীয় ছাত্রদলীয় মতবিনিময় সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের এখনও হানিমুন পিরিয়ড চলছে বলে মন্তব্য করেছেন জবির ইসলামের ইতিহাস ও

জবিতে ‘সংগীত ও নাট্যকলা’ বিভাগের ফি জমা দেয়ার তারিখ ঘোষণা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের ‌‌‘ফি’ জমা দেয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে একটি বিজ্ঞপ্তি

Scroll to Top