মোঃ নয়ন, ভোলা প্রতিনিধিঃ
তজুমদ্দিন উপজেলার ইউআরসি ট্রেইনিং সেন্টারে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেম বিষয়ক এক দিনের সাবক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব নিজাম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পিটিআই-এর সহকারী সুপারিনটেনডেন্ট জনাব জিয়াউদ্দিন আহমদ।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষক।
এ প্রশিক্ষণে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেমের মূল উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এই সিস্টেমের মাধ্যমে কোনো শিক্ষক অসুস্থ হলে, দুর্ঘটনায় আহত হলে কিংবা তার সন্তান দেশে বা বিদেশে উচ্চশিক্ষার জন্য সহায়তা প্রয়োজন হলে, তা প্রদান করা হবে।
তবে, এই সহায়তা পেতে প্রত্যেক শিক্ষককে প্রতি বছর ২০০ টাকা করে চাঁদা প্রদান করতে হবে বলে জানানো হয়।
এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের মধ্যে ট্রাস্ট ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং আগ্রহও দেখা যায় সিস্টেমে যুক্ত হওয়ার বিষয়ে।