১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জবিতে সাইকেল চোর আটক; ৮ শিক্ষার্থীকে ক্ষতিপূরণ

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাইকেল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এতে দায় স্বীকার করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন অভিযুক্তের অভিভাবক।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, আটক হওয়া যুবকের নাম আজাদ। তিনি লালবাগ এলাকার অধিবাসী। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। এসময় তাকে আটক করেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে সাইকেল চুরির ঘটনা ঘটছে। সিসিটিভির ফুটেজ দেখে চুরির সাথে আজাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। সিসিটিভির লোকের সাথে এই লোকের শারীরিক বৈশিষ্ট্য, পরনের কাপড়সহ, হাতের কাটা দাগ, আংটি, ঘড়ি সবকিছু যেন হুবহু মিলে গিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকরিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করার সময় আমরা তাকে আটক করি। পরে বিগত সময়ে চুরি হওয়া সাইকলে চুরির সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হই তিনি আসলে সাইকেল চোর।”

এই বিষয়ে অভিযুক্ত আজাদকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভিন্ন কথা বলেন। তিনি বারবার বলেন,”আমি কোনো চুরি করিনি। আমি এই বিষয়ে কিছু জানি না।”

অভিযুক্তের বড় ভাই আরমান জানান, “আজাদ সবসময় আমাদের সঙ্গে সবজির দোকানে থাকে। গতকাল বাড়িতে বলে তার একটা দাওয়াত আছে। রাতেও বাড়ি ফেরেনি। ও নেশাও করে। হয়তো নেশার ঘোরে এসব করেছে।”

উল্লেখ্য, ইতিমধ্যে আজাদের অভিভাবক ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদেরকে ৫০০০০ টাকা ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।

ক্ষতিপূরণ পাওয়া ৮ শিক্ষার্থী হলেন – ১.আইন বিভাগের মেহেদী, ২. ইতিহাস বিভাগের মোমিন, ৩. ফিন্যান্স বিভাগের তাইজুল, ৪. আইন বিভাগের শান্ত, ৫. দর্শন বিভাগের হৃদয়, ৬.মার্কেটিং বিভাগের সবুজ, ৭.আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাদ্দাম, ৮. হিসাববিজ্ঞান বিভাগের মিলন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

এক পায়ে দাঁড় করিয়ে রাখা, ব্যাঙের মতো অঙ্গভঙ্গি সহ সিকৃবিতে গভীর রাতে র‍্যাগিং এর অভিযোগ

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ম্যানার শেখানোর নামে নতুন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে এগ্রিকালচার ১৬ তম ব্যাচের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে।

জবি প্রশাসনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়নি: মন্তব্য জবি শিক্ষার্থীর

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি সর্বদলীয় ছাত্রদলীয় মতবিনিময় সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের এখনও হানিমুন পিরিয়ড চলছে বলে মন্তব্য করেছেন জবির ইসলামের ইতিহাস ও

জবিতে ‘সংগীত ও নাট্যকলা’ বিভাগের ফি জমা দেয়ার তারিখ ঘোষণা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগের ‌‌‘ফি’ জমা দেয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে একটি বিজ্ঞপ্তি

জবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত; দুই ছাত্রসংগঠেনের ৮ দফা দাবি

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের গাফিলতি ও ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ছাত্র সংগঠন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ (বৈছা) ও

Scroll to Top