ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাইকেল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এতে দায় স্বীকার করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন অভিযুক্তের অভিভাবক।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, আটক হওয়া যুবকের নাম আজাদ। তিনি লালবাগ এলাকার অধিবাসী। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। এসময় তাকে আটক করেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে সাইকেল চুরির ঘটনা ঘটছে। সিসিটিভির ফুটেজ দেখে চুরির সাথে আজাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। সিসিটিভির লোকের সাথে এই লোকের শারীরিক বৈশিষ্ট্য, পরনের কাপড়সহ, হাতের কাটা দাগ, আংটি, ঘড়ি সবকিছু যেন হুবহু মিলে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকরিম বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করার সময় আমরা তাকে আটক করি। পরে বিগত সময়ে চুরি হওয়া সাইকলে চুরির সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হই তিনি আসলে সাইকেল চোর।”
এই বিষয়ে অভিযুক্ত আজাদকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ভিন্ন কথা বলেন। তিনি বারবার বলেন,”আমি কোনো চুরি করিনি। আমি এই বিষয়ে কিছু জানি না।”
অভিযুক্তের বড় ভাই আরমান জানান, “আজাদ সবসময় আমাদের সঙ্গে সবজির দোকানে থাকে। গতকাল বাড়িতে বলে তার একটা দাওয়াত আছে। রাতেও বাড়ি ফেরেনি। ও নেশাও করে। হয়তো নেশার ঘোরে এসব করেছে।”
উল্লেখ্য, ইতিমধ্যে আজাদের অভিভাবক ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদেরকে ৫০০০০ টাকা ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।
ক্ষতিপূরণ পাওয়া ৮ শিক্ষার্থী হলেন – ১.আইন বিভাগের মেহেদী, ২. ইতিহাস বিভাগের মোমিন, ৩. ফিন্যান্স বিভাগের তাইজুল, ৪. আইন বিভাগের শান্ত, ৫. দর্শন বিভাগের হৃদয়, ৬.মার্কেটিং বিভাগের সবুজ, ৭.আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাদ্দাম, ৮. হিসাববিজ্ঞান বিভাগের মিলন।