নিজস্ব প্রতিবেদক:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, কওমি মাদ্রাসার সনদ বাস্তবায়নের বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নয়, এটি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন এবং সবাই আশ্বাস দিয়েছেন বলে জানান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ‘আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়া (রহ.)’-এর জীবন ও কর্ম নিয়ে লেখা একটি গ্রন্থের প্রকাশনা এবং তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ড. খালিদ হুসাইন বলেন, “আমরা সবাইকে সঙ্গে কথা বলেছি—প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ। এখন দেখার বিষয়, কওমি সনদ ও সুবিধা যারা নিতে চান, তারা কতটা প্রস্তুত। তারা প্রস্তুত থাকলে, সরকারও দিতে প্রস্তুত।”
হজ ব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, “এবারের হজ ব্যবস্থাপনায় খরচ কমানো হয়েছে, বাড়ানো হয়েছে সেবার মান। হাজিদের সুবিধার্থে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে এবং মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সহসভাপতি স্যায়িদ আসজাদ মাদানী। সভাপতিত্ব করেন ধুলিয়া (রহ.)-এর সাহেবজাদা মাওলানা হাবিবুর রহমান।
এছাড়া আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, মাওলানা নুরুল ইসলাম খান ও মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী প্রমুখ।